মৃত্যু সত্য, সনাতন যা ছিল, আছে, থাকবে।
জন্মের মৃত্যু অবধারিত, চিরন্তন জগতে।
নেই মুক্তি যে থাকুক যেখানে,
নেই নিস্তার, নেই নিস্তার ।
ওহে! ভয় পেয়েছো? শোকান্বিত তুমি!
আন বৈরাগ্য বৈষয়িক বিষয়ে, সহ্য কর শোক দৃঢ়তায়।
যা মানতেই হবে তা গ্রহনে থাক প্রস্তুত, গ্রহন করো অবলীলায়।
স্মরণ কর তাঁরে, আস্থা আছে যাঁরে, অভয় নিমিত্তে।
জয়ের চেষ্টা কর প্রানপণে, অপেক্ষায় থাক তারে আলিঙ্গনে ।
দেহ নাশের সাথে কি সব শেষ?
না! যাদের দেখছ-একটু গভীরে ভাবো।
দেহের পরিবর্তন দেখ প্রতিনিয়ত।
উপলব্ধি কর দেহের ভিতরে সত্তার,
দেহকে জীবিত রাখে যা, চিনে লও তারে।
মৃত্যঞ্জয়ী হও জগতে কর্ম সাধন মাঝে।